বিয়ের এক বছরে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ মৌসুমী হামিদ

বিয়ের এক বছরে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ মৌসুমী হামিদ
বিশেষ প্রতিবেদক
দেখতে দেখতে সংসার জীবনের এক বছর পার করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গত বছর এই দিনে নির্মাতা ও লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এই এক বছরে জীবনের নতুন এক অধ্যায় সম্পর্কে শিখেছেন অনেক কিছু। সম্পর্কের এই বন্ধনে বেড়েছে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার দক্ষতা।মৌসুমী হামিদ বলেন, “বিয়ের এক বছর কখনো খুব ভালো গিয়েছে, আবার কখনো খুব খারাপ। অভিনয়শিল্পীর বাইরে আমরা সাধারণ মানুষ। আমাদের সংসারেও অন্য দশটা পরিবারের মতো ঝগড়া, রাগ, প্রেম সবই হয়েছে। তবে এর মধ্য দিয়েই আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে।”মৌসুমী জানান, সংসার জীবন তাঁকে ধৈর্যের শিক্ষায় সমৃদ্ধ করেছে। “দিন শেষে আমরা ভালো আছি—এটা বলতে পারি। জীবনে খুব বেশি কিছু দরকার নেই, ভালো থাকাটাই সবার আগে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে জীবন শুরু করেছিলাম, সেটাই এখনো আছে। কোনো অভাব থাকলে সেটা ঢেকে ভালো থাকার চেষ্টা করেছি,” বলেন তিনি।বিশেষ দিনগুলো সাধারণত বাসাতেই কাটাতে পছন্দ করেন মৌসুমী। তবে প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কিছুদিন আগে স্বামীর সঙ্গে সুন্দরবনে ঘুরে এসেছেন। “সেটাই আমাদের প্রথম অ্যানিভার্সারি হিসেবে ঘোরাঘুরি বলা যায়। খুব ভালো সময় কেটেছে,” জানান তিনি।মৌসুমী হামিদ বর্তমানে সকাল আহমেদের পরিচালনায় “বিশ্বাস বনাম সরকার” ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। পাশাপাশি তাঁর অভিনীত “নয়া মানুষ” সিনেমাটি বিকল্প প্রদর্শনীতে এখনো দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সোহেল রানা বয়াতি পরিচালিত এই সিনেমা দর্শকদের ভালো লাগার অনুভূতি তৈরি করেছে বলে জানান মৌসুমী।অন্যদিকে, তাঁর স্বামী আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত।ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততার মধ্যেও মৌসুমী এবং রানা তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছেন। “ধৈর্য, বোঝাপড়া আর বন্ধুত্বই আমাদের সম্পর্কের মূল ভিত্তি,” বলেন অভিনেত্রী।তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন মৌসুমী হামিদ।