সাবরিনা পড়শী বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়কে

সময়: 10:15 am - January 12, 2025 | | পঠিত হয়েছে: 129 বার

সাবরিনা পড়শী বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়কে

 

বিশেষ প্রতিবেদক

ক্ষুদে গানরাজ দিয়ে পরিচিতি পাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।জানা গেছে, দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পড়শী ও নিলয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও বিষয়টি নিয়ে পড়শী বা তাঁর পরিবার এখনো প্রকাশ্যে কিছু বলতে চাননি।২০০৮ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় পড়শী ও নিলয় একসঙ্গে অংশ নেন। সেই প্রতিযোগিতার মাধ্যমেই তাঁদের পরিচয়। ২০১০ সালে নিলয় তাঁর পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান। তবে তাঁদের বন্ধুত্ব রয়ে যায়। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে।গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং দুই পরিবারের আলোচনা শুরু হয়। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিয়ে সম্পন্ন হয়।গান ও স্টেজ শো নিয়ে পড়শী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত পারফর্ম করছেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই নিরব থাকতে পছন্দ করেন তিনি।পড়শী ও নিলয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। পড়শী ও নিলয়ের জন্য সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের কামনা করছেন অনেকে।নতুন জীবনে পড়শী ও নিলয় সুখী হোন, এই প্রত্যাশা তাঁদের ভক্তদের।

Share Now

এই বিভাগের আরও খবর