দাবানলের কারণে পেছাতে পারে ৬৭তম গ্র্যামি, তারকাদের সাহায্যের হাত

সময়: 5:18 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 131 বার

দাবানলের কারণে পেছাতে পারে ৬৭তম গ্র্যামি, তারকাদের সাহায্যের হাত

বিশেষ প্রতিবেদক

আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ৬৭তম গ্র্যামি পুরস্কার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন চলচ্চিত্রভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলের কারণে সংগীতের সবচেয়ে বড় এই পুরস্কার অনুষ্ঠান পেছানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাসিন্দাদের পরিস্থিতি বিবেচনায় গ্র্যামি অনুষ্ঠানের পূর্বনির্ধারিত তারিখে আয়োজনের সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন হলিউডের তারকারা। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (SAG-AFTRA) দাবানলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে। প্যারিস হিলটনও সমপরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।প্যাসিফিক প্যালিসেইডসে দাবানলের কারণে বহু তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপাকেও নিজের বাড়ি ছাড়তে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধোঁয়ায় ঢেকে যাওয়া লস অ্যাঞ্জেলেসের আকাশের ভিডিও শেয়ার করেছেন ডুয়া।ডুয়া লিখেছেন,”লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি ভয়ংকর। যাঁরা নিজেদের বাড়ি হারিয়েছেন, তাঁদের জন্য আমার মন কাঁদছে। সাহায্যের জন্য অর্থ প্রদান বা আশ্রয় দেওয়ার লিংকও শেয়ার করছি।”তিনি অনুরাগীদের নিজের নিরাপত্তার কথা জানিয়ে বলেন,”আমি নিরাপদে আছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য ভালোবাসা ও সমর্থন জানাই।”দাবানলের কারণে ব্রিটিশ পপ তারকা ডুয়ার মতোই বিপাকে পড়েছেন আরও অনেক তারকা। সম্প্রতি মুক্তি পাওয়া জেনিফার লোপেজের সিনেমা আনস্টপেবল-এর প্রচারণার জন্য বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে লোপেজ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসব অনুষ্ঠান বাতিল করেছেন।পিপল ডটকম-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রচারের পরিবর্তে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ।গ্র্যামি আয়োজন পেছানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। সংগীতপ্রেমীরা এ পরিস্থিতিতে তারকাদের মানবিক উদ্যোগের প্রশংসা করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রার্থনা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর