লস অ্যাঞ্জেলেসের দাবানল: তারকারা হারিয়েছেন ঘরবাড়ি, বন্ধুকে হারিয়ে শোকাহত গার্নার

লস অ্যাঞ্জেলেসের দাবানল: তারকারা হারিয়েছেন ঘরবাড়ি, বন্ধুকে হারিয়ে শোকাহত গার্নার
বিশেষ প্রতিবেদক
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে সাধারণ মানুষের মতো অনেক তারকাও ঘরবাড়ি হারিয়েছেন। নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়ায় তাঁদের অনেকে জীবন বাঁচাতে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। দাবানলের ভয়াবহতা কমে আসার সঙ্গে সঙ্গে উঠে আসছে নানা হৃদয়বিদারক ঘটনা।অভিনেত্রী জেনিফার গার্নার জানিয়েছেন, দাবানলে তিনি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন। মার্কিন গণমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গার্নার বলেন, ‘আমার এক বন্ধু সময়মতো বাড়ি থেকে বের হতে পারেনি।’ প্যাসিফিক প্যালিসেইডসে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করা এই অভিনেত্রী বলেন, ‘অনেকেই তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। আমার অন্তত এক শ বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে।’৫২ বছর বয়সী গার্নার এখন দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন-এর সঙ্গে কাজ করছেন তিনি। গার্নার বলেন, ‘এমন কিছু করতে চাই, যা মানুষের কাজে আসে। আমি যেসব ক্ষয়ক্ষতির দৃশ্য দেখেছি, তা অবিশ্বাস্য।’দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে বিনোদন জগতের বড় প্রতিষ্ঠানগুলো। ডিজনি ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮৩ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে, যা বিভিন্ন সংস্থার মাধ্যমে দুর্গতদের সহায়তায় ব্যবহৃত হবে। ডিজনির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মচারীরা একসঙ্গে কাজ করে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সাহায্য করবে।’প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। তারা জানায়, দাবানলের ভয়াবহতায় ক্ষতিগ্রস্তদের জন্য তাঁদের পূর্ণ সমবেদনা রয়েছে।দাবানল ছড়িয়ে পড়ার পর অনেক তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে যাওয়ার ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দুইবারের অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিনসের বাড়িও দাবানলে ধ্বংস হয়েছে।ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলও দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা ৪৫ মিনিট সময় নিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।দাবানলে ক্ষতিগ্রস্ত ৩৩ জন তারকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার খবর এসেছে। তবু তাঁদের সহানুভূতি ও সহায়তায় দুর্গত মানুষেরা আশার আলো দেখছেন। এই দুর্যোগ কাটিয়ে উঠতে তারকারা যেমন তাঁদের সম্পদ ও মনোবল নিয়ে এগিয়ে এসেছেন, তেমনি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তাও এই সংকট উত্তরণের পথ তৈরি করবে।লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আহ্বান জানিয়ে গড়ে তোলা হচ্ছে নতুন গল্প, যা প্রমাণ করে—মানবতার শক্তি দুর্যোগকেও জয় করতে পারে।