শুটিং ফেডারেশনের স্থবিরতা: খেলা নেই, ব্যর্থতায় হতাশ শুটাররা

সময়: 5:29 am - January 9, 2025 | | পঠিত হয়েছে: 111 বার

শুটিং ফেডারেশনের স্থবিরতা: খেলা নেই, ব্যর্থতায় হতাশ শুটাররা

নিউজ বানিয়ে দেন

পটপরিবর্তনের পাঁচ মাস পার হলেও বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যক্রম স্থবির। ঘরোয়া প্রতিযোগিতা কিংবা জাতীয় দলের অনুশীলন কার্যক্রম এখনো শুরু হয়নি। এমনকি আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও শুটিং দল পাঠানো হচ্ছে না। তবে এর মধ্যেই প্রায় ৫ কোটি টাকার রাইফেল ও পিস্তল কেনা হয়েছে।গত সেপ্টেম্বরে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ ও ফেডারেশনের সাধারণ সভা হওয়ার কথা ছিল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেগুলো স্থগিত হয়ে যায়। জানুয়ারিতে হওয়ার কথা ছিল হামিদুর রহমান জাতীয় যুব শুটিং প্রতিযোগিতা, কিন্তু সেটিও আয়োজন করা সম্ভব হয়নি।ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী সোহেল জানান, জাতীয় দলের অনুশীলনের অভাব এবং বিদেশি কোচ না থাকায় ব্যাংককের এশিয়া কাপে দল পাঠানো যাচ্ছে না। জাতীয় চ্যাম্পিয়নশিপ স্থগিতের কারণ হিসেবে তিনি বলেন, “মহাসচিব দেশের বাইরে, সভাপতিকে সরকার অব্যাহতি দিয়েছে, আর্থিক সমস্যাও ছিল।”ঘরোয়া খেলা ও অনুশীলনের অভাবের প্রভাব পড়ছে আন্তর্জাতিক অংশগ্রহণে। ৯ থেকে ২২ ফেব্রুয়ারি ব্যাংককে এশিয়া রাইফেল-পিস্তল কাপে অংশ নিতে বাংলাদেশ থেকে কোনো শুটারের নাম নিবন্ধন করা হয়নি। অথচ এই টুর্নামেন্টে অতীতে বাংলাদেশের মেয়েরা ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় পদক পেয়েছিল।সাবেক সাফ সোনাজয়ী শুটার ও কোচ শারমিন আক্তার রত্না বলেন, “অ্যাডহক কমিটি নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটা দ্রুত হওয়া উচিত। কমিটি যত দ্রুত হবে, খেলাও তত দ্রুত শুরু হবে।”গত পাঁচ মাসে শুটিং ফেডারেশন বিদেশ থেকে ৯৪টি রাইফেল ও পিস্তল আমদানি করেছে। এর জন্য ১ কোটি ২০ লাখ টাকার শুল্কসহ প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৫০টি রাইফেল ও ৪৪টি পিস্তল রয়েছে। এগুলোর বেশিরভাগই ক্লাবগুলোতে বিতরণ করা হবে। তবে খেলা না থাকায় এগুলোর ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে।ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাক ওয়াইজ বলেন, “কেউ কেউ নিজ উদ্যোগে অনুশীলন করছে। তবে খেলা আয়োজন করতে না পারার দায় সবার।”শুটিং ফেডারেশনে অ্যাডহক কমিটি দেওয়া হতে পারে বলে জানা গেছে। ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যক্রম শুরুর মাধ্যমে শুটিং খেলায় প্রাণ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।বাংলাদেশ শুটিংয়ের আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দ্রুত ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নেওয়া জরুরি। নতুন নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে শুটিং ফেডারেশন আবার গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share Now

এই বিভাগের আরও খবর