ইত্যাদি শুটিংয়ে ঠাকুরগাঁওয়ে বিশৃঙ্খলা: কী ঘটেছিল?

সময়: 5:49 am - January 11, 2025 | | পঠিত হয়েছে: 119 বার

ইত্যাদি শুটিংয়ে ঠাকুরগাঁওয়ে বিশৃঙ্খলা: কী ঘটেছিল?

বিশেষ প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী স্থানে শুটিং করার ঐতিহ্য ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবারের শুটিং হয়েছিল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের ঐতিহ্যবাহী টংকনাথ জমিদারবাড়িতে। তবে শুটিং চলাকালীন বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হন ইত্যাদির পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত। এ নিয়ে নানা আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুলেছেন তিনি।শুটিংয়ের পরিকল্পনা প্রসঙ্গে হানিফ সংকেত জানান, দেশের ঐতিহাসিক স্থানগুলোতে অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতায় টংকনাথ জমিদারবাড়িতে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের অনুমতি ও আট হাজার দর্শক প্রবেশ পাস প্রস্তুত করেই শুটিং শুরু হয়েছিল।কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হানিফ সংকেত বলেন, “শুটিং শুরুর পরপরই তিন কিলোমিটারের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। পাঁচ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়, যা আমাদের ধারণার বাইরে ছিল। বাঁশের ব্যারিকেড ভেঙে দর্শকেরা শুটিংস্থলে ঢুকে পড়েন। নারী ও শিশু উপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। কেউ কেউ চেয়ার ছুড়তে শুরু করেন।”পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুটিং এক ঘণ্টার জন্য স্থগিত করা হয়। হানিফ সংকেত বলেন, “আমি প্রশাসনকে জানাই, মানুষ শান্ত না হলে শুটিং করা সম্ভব নয়। আমরা লাইট বন্ধ করে দর্শকদের অনুরোধ করি স্থান ত্যাগ করার জন্য। লোকজনকে সরে যেতে তিন ঘণ্টা লেগে যায়।”হানিফ সংকেত জানান, শুটিংয়ের জন্য বড় জায়গা প্রয়োজন ছিল, যা পর্যাপ্তভাবে প্রস্তুত করা হয়নি। তিনি বলেন, “আমরাও পরিস্থিতির শিকার হয়েছি। আমরা বুঝিনি এত বিশাল জনসমাগম হবে। স্থানীয় মানুষ খুব আন্তরিক এবং তাঁরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এমনকি স্থানীয় কর্তৃপক্ষও এত লোক সমাগমের ব্যাপারে অবগত ছিলেন না।”রাত সাড়ে নয়টা থেকে পরিস্থিতি শান্ত হলে শুটিং পুনরায় শুরু হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং চলে। হানিফ সংকেত বলেন, “আমি কখনো ঠাকুরগাঁওয়ের মানুষকে দোষ দেইনি। বরং এখানকার মানুষের আন্তরিকতার কারণেই আমরা শুটিং করতে এসেছি। তবে ভবিষ্যতে এ ধরনের শুটিংয়ের জন্য আরও ভালো পরিকল্পনা করা প্রয়োজন।”এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে ইত্যাদি টিম ভবিষ্যতে শুটিং লোকেশন বাছাই ও ব্যবস্থাপনায় আরও সচেতন থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর