সাতক্ষীরার দেবহাটার নোড়ারচকে বসতবাড়ী আগুনে পুড়ে চাই।।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

সময়: 7:24 am - April 13, 2025 | | পঠিত হয়েছে: 27 বার

সাতক্ষীরার দেবহাটার নোড়ারচকে বসতবাড়ী আগুনে পুড়ে চাই।।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ নোড়ারচক  এলাকায় ভূমিহীন জমিতে বসবাসরত মোঃ হায়দার আলীর ছেলে পিয়ার আলীর বসতবাড়ী কারেন্টের ট্যানেসমিটার বোতল থেকে শটসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে বলে যানা গেছে।

গত শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে শটসার্কিট হয়ে বসতি ঘরে আগুন লাগে।প্রত্যক্ষদর্শী বরাত জানা যায় ঘরটি গোলপাতার ছাওনি হওয়ায় পুড়তে সময় নেইনি।তাছাড়া ঘরের ভিতর পিয়ার আলীর স্ত্রী পুত্র বের হতে পারলেও কিছুই বের করতে পারে নি।আমরা গ্রামবাসী এসে পুরা ডেঢ় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।

পিয়ার আলীর স্ত্রী জানান,আমার সব শেষে হয়ে গেছে। আমি হারি করে ৫০ হাজার টাকা নিয়েছিলাম ঋণ শোদ করবো বলে।সে টাকা পুড়ে নষ্ট হয়ে গেছে।আমি এখন কিভাবে এ ঋণের টাকা শোদ করবো।

ঘটনা স্থলে উপস্থিত রফিকুল ইসলাম বলেন,ব্যচারারা খুব গরিব মানুষ সারা বছর খেটে খায়।আজ তাদের সব নিঃস্ব হয়ে গেলো।এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ খু্ব দরকার।

সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে তিন লক্ষাধিক টাকার  মত ক্ষয়ক্ষতি হয়েছে।তাছাড়া ঘরের ভিতরে থাকা কোন জিনিসপত্র বের করতে পারে নি।

ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের সাহায্য কামনা করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর