শরীয়তপুরের ২৬ হাজার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক, বন্ধের পরিকল্পনা

সময়: 5:12 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 40 বার

শরীয়তপুরের ২৬ হাজার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক, বন্ধের পরিকল্পনা

বিশেষ প্রতিবেদক

শরীয়তপুর জেলার ২৬ হাজারের বেশি নলকূপে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি আর্সেনিক পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প’-এর আওতায় এসব নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিকের এই মাত্রা চিহ্নিত করা হয়েছে। এই পানি পান করা ঝুঁকিপূর্ণ হওয়ায় নলকূপগুলোতে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে।পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রাম হলেও এই নলকূপগুলোর পানিতে পাওয়া গেছে প্রতি লিটারে ০.১ মিলিগ্রাম আর্সেনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৯৩ সালে সহনীয় মাত্রা ০.১ মিলিগ্রামে নামিয়ে আনার পরও বাংলাদেশে পুরোনো মান ০.০৫ মিলিগ্রাম অনুসরণ করা হচ্ছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যানুযায়ী, শরীয়তপুর জেলায় মোট ১ লাখ ৪২ হাজার ২৬৩টি নলকূপ রয়েছে। এর মধ্যে ২০২২–২৩ অর্থবছরে ৬৪টি ইউনিয়নের ২৬ হাজার ৪২৯টি অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের অসহনীয় মাত্রা পাওয়া গেছে।শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান জানান, আর্সেনিকযুক্ত পানি নিয়মিত পান করলে ত্বকের ক্ষতি, লিভার, ফুসফুস ও কিডনি বিকল হওয়ার ঝুঁকি রয়েছে। দীর্ঘমেয়াদে এটি ক্যানসারের কারণ হতে পারে।তিনি বলেন”গ্রামের স্বাস্থ্যকর্মীরা জনগণকে এই পানি পান না করার জন্য সতর্ক করছেন। বিকল্প পানির উৎস ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”তুলাসার ইউনিয়নের আড়িগাঁও গ্রামের বাসিন্দা মোতালেব মিয়া জানান, তার বাড়ির নলকূপে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া গেছে। তিনি বলেন,”আমাদের নলকূপে আর্সেনিক ধরা পড়ার পর তা ব্যবহার বন্ধ করেছি। এখন অন্য একটি বাড়ির গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করছি।”জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক জানান,”যেসব নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে, সেগুলো তদারকিতে রয়েছে। আপাতত ওই পানি গৃহস্থালির কাজে ব্যবহার করা যেতে পারে। তবে নলকূপগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে।”শরীয়তপুরে আর্সেনিক সমস্যার সমাধানে বিকল্প পানি সরবরাহ, গভীর নলকূপ স্থাপন, এবং সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, আর্সেনিক ঝুঁকি মোকাবিলায় তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে দ্রুত ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর