ঢাকায় কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সময়: 8:11 am - March 12, 2025 | | পঠিত হয়েছে: 39 বার

ঢাকায় কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক

পাঁচ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ বুধবার এ রায় দেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন মোহন (২৪), সাব্বির (১৮) ও রাসেল (১৯)। রায় ঘোষণার পর তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার রায়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ জুন ১৩ বছর বয়সী কিশোরী তার এক বান্ধবীকে নিয়ে কামরাঙ্গীরচরে রসূলপুরে চটপটি খেতে যায়। সেখানে তিনজন বন্ধুর সঙ্গে কিশোরীর দেখা হয়। খাওয়াদাওয়া শেষ করে রাত ১১টার দিকে তারা যখন হাসান নগর এলাকায় আসে, তখন আসামি মোহন, সাব্বির ও রাসেল ওই কিশোরীকে ধরে নিয়ে পাশের একটি নির্মাণাধীন বাসায় নিয়ে যান। তাঁরা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।ঘটনার দুই দিন পর ওই কিশোরীর পরিবার কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।

Share Now

এই বিভাগের আরও খবর