মরুর বুকে বিধ্বস্ত রিয়াল, সুপার কাপ বার্সেলোনার

মরুর বুকে বিধ্বস্ত রিয়াল, সুপার কাপ বার্সেলোনার
বিশেষ প্রতিবেদক
জেদ্দায় মরুর বুকে অনুষ্ঠিত বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। শিরোপার লড়াইয়ের এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচে দাঁড়াতে পারেনি রিয়াল। পুরো ম্যাচজুড়ে বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও রিয়াল মাদ্রিদের জন্য তা ছিল একমাত্র সান্ত্বনা। প্রথমার্ধেই বার্সেলোনার সামনে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ইউরোপের সফলতম দলটি। ম্যাচে বার্সার আক্রমণ থামাতে পারেনি রিয়ালের রক্ষণভাগ। পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগেও ছিল সমান হতাশাজনক পারফরম্যান্স। ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকা খেলোয়াড়দের যেন খুঁজেই পাওয়া যায়নি।ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন,”এটা আমাদের জন্য খুব বাজে একটি রাত। আমরা আমাদের সমর্থকদের মতোই হতাশ। এটা আড়াল করার কিছু নেই। ফুটবলে এমন দিন আসবেই। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।”রক্ষণভাগের দুর্বলতার কথা উল্লেখ করে আনচেলত্তি বলেন,”আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। তাদের সহজ গোল করার সুযোগ দিয়েছি। প্রচুর চাপের মুখে আমাদের রক্ষণ ব্যর্থ হয়েছে। প্রথমার্ধে আমরা মূলত ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, যা আমাদের পরিকল্পনার অংশ ছিল না।”এদিন বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবল ছিল দেখার মতো। জেদ্দার স্টেডিয়ামে বার্সার পাসিং ফুটবল ও গতির সামনে রিয়াল পুরোপুরি নতিস্বীকার করেছে। বার্সার দাপটে প্রতিশোধ তো দূরের কথা, কোনো প্রতিরোধও গড়তে পারেনি রিয়াল।এই হার রিয়াল মাদ্রিদের জন্য বড় একটি ধাক্কা হলেও কোচ আনচেলত্তি এবং দলকে সামনে তাকাতে হবে। সুপার কাপের এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলোয় ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বার্সেলোনা তাদের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা বজায় রেখে মরুর বুকে বছরের প্রথম ক্লাসিকোকে স্মরণীয় করে রাখল। আর রিয়াল মাদ্রিদকে এই ম্যাচ ভুলে গিয়ে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।