অপরাজিত জুভেন্টাসের দুঃখ: শিরোপার স্বপ্ন এখনো দূরেই

সময়: 6:24 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 125 বার

অপরাজিত জুভেন্টাসের দুঃখ: শিরোপার স্বপ্ন এখনো দূরেই

বিশেষ প্রতিবেদক

লিগে ১৯ ম্যাচ খেলে অপরাজিত থাকা যে কোনো দলের জন্যই একটি বড় সাফল্য। তবে এমন একটি অর্জনও যেন যথেষ্ট স্বস্তি এনে দিতে পারছে না জুভেন্টাস কোচ থিয়াগো মোত্তাকে। প্রথম ১৯ ম্যাচে কোনো হারের মুখ না দেখলেও দলটির অবস্থান পয়েন্ট তালিকার পাঁচে।সিরি ‘আ’র সর্বশেষ ম্যাচে তুরিন ডার্বিতে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ১৯ ম্যাচে মাত্র ৭টি জয় ও ১২টি ড্র নিয়ে জুভেন্টাসের সংগ্রহ ৩৩ পয়েন্ট। লিগের শীর্ষে থাকা নাপোলি ১৯ ম্যাচে ১৪টি জয় এবং ৪৪ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে।নাপোলি ইতোমধ্যে তিন ম্যাচে হেরেছে। তবে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে জয়ের সংখ্যা। জুভেন্টাস যেখানে ৭টি ম্যাচ জিতেছে, নাপোলি সেখানে দ্বিগুণ ১৪টি ম্যাচে জয় তুলে নিয়েছে। ড্র থেকে পাওয়া ১ পয়েন্ট কখনোই জয়ের ৩ পয়েন্টের সমান হতে পারে না, আর এ কারণেই পিছিয়ে পড়েছে জুভরা।মৌসুমজুড়ে অপরাজিত থেকে শিরোপা জেতা অনেক দলের জন্যই স্বপ্ন। তবে এ ক্ষেত্রে জুভেন্টাসের সম্ভাবনা ক্ষীণ। এমনকি দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়েও পয়েন্টের ব্যবধান বেশি। ফলস্বরূপ, লিগ শিরোপার স্বপ্ন আপাতত দূরে সরিয়ে সেরা চার দলের মধ্যে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই মনোযোগ দিচ্ছে দলটি।সিরি ‘আ’তে অপরাজিত থেকেও শিরোপাহীন মৌসুমের নজির আগে থেকেই আছে। ১৯৭৮-৭৯ মৌসুমে পেরুজিয়া ৩০ ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হয়েছিল। সেবার তাদের ১১ জয় ও ১৯ ড্রয়ে ৪১ পয়েন্ট ছিল, যেখানে এসি মিলান ৪৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।জুভেন্টাস অবশ্য একবার অপরাজিত থেকে লিগ শিরোপা জিতেছে। ২০১১-১২ মৌসুমে ৩৮ ম্যাচে ২৩ জয় ও ১৫ ড্রয়ের মাধ্যমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।এই মৌসুমে জুভেন্টাসের জন্য অপরাজিত থাকার কীর্তি ধরে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে লিগে শীর্ষস্থান ধরে রাখতে হলে জয় সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই।

Share Now

এই বিভাগের আরও খবর