আইপিএল ১৮তম আসরের সূচি পরিবর্তন, শুরু হবে ২১ মার্চ

সময়: 5:34 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 112 বার

আইপিএল ১৮তম আসরের সূচি পরিবর্তন, শুরু হবে ২১ মার্চ

বিশেষ প্রতিবেদক

আইপিএলের ১৮তম আসরের শুরুর তারিখ এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্বে ১৪ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হবে ২১ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। এ সিদ্ধান্ত গত রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ।৯ মার্চ লাহোর অথবা দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হলে তা তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে করেছে বিসিসিআই। তাই দুই প্রতিযোগিতার মধ্যে অন্তত দুই সপ্তাহের ব্যবধান রাখার জন্য আইপিএলের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রথা অনুযায়ী, গত আসরের চ্যাম্পিয়ন দলের মাঠেই এবারের উদ্বোধনী ম্যাচ হবে। তাই কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে।টুর্নামেন্টের ম্যাচসংখ্যা বাড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত গত তিন আসরের মতো এবারও ৭৪টি ম্যাচই অনুষ্ঠিত হবে। বিসিসিআই জানিয়েছে, পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে মাসের শেষে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে ১৮২ জন খেলোয়াড় কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া ৪৬ জন খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে।এবারের মেয়েদের আইপিএল, ডব্লুপিএল, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে। পাঁচ দলের এই আসরের ম্যাচগুলো মুম্বাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ এবং বড়োদরার কোনো এক বা একাধিক ভেন্যুতে হতে পারে।সবশেষ, আইপিএল প্রেমীরা এখন চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায়। বিসিসিআই আশা করছে, এই আসরও সমর্থকদের জন্য আগের মতোই রোমাঞ্চকর হবে।

Share Now

এই বিভাগের আরও খবর