নারী ফুটবলে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ খেলোয়াড়ের বিদ্রোহের অবসান

নারী ফুটবলে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ খেলোয়াড়ের বিদ্রোহের অবসান
বিশেষ প্রতিবেদক
দীর্ঘ দুই সপ্তাহের উত্তেজনার পর শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ খেলোয়াড়ের বিদ্রোহ। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরে আসতে রাজি হয়েছেন তারা। রবিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেয়েরা আলোচনার পর অনুশীলনে ফিরতে সম্মত হয়েছে।’গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়ে গণ-অবসরের হুমকি দেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। এর জেরে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কয়েক দফা আলোচনার পরও খেলোয়াড়রা অনড় ছিলেন।রবিবার বাফুফের নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে বৈঠকের পর বিদ্রোহী খেলোয়াড়রা তাদের আলটিমেটাম প্রত্যাহার করেন। তবে সিনিয়র খেলোয়াড়রা একটি সংক্ষিপ্ত বিরতির পর ক্যাম্পে ফিরবেন বলে জানান মাহফুজা। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে তারা অংশ নিচ্ছেন না। বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হবে এবং বাংলাদেশ দল ওই দিন আমিরাতে রওনা হবে।বাংলাদেশ নারী ফুটবল দল ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে সাবিনা, মনিকাসহ বিদ্রোহী ১৮ জন ফুটবলার এই সফরের স্কোয়াডে থাকছেন না।এই সমঝোতার মাধ্যমে দীর্ঘ দুই সপ্তাহের অচলাবস্থার ইতি ঘটলো, তবে বাফুফে জানিয়েছে যে, ভবিষ্যতে খেলোয়াড়-কোচ সম্পর্ক উন্নত করতে একটি যৌথ আলোচনার আয়োজন করা হবে।