সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই ভাইবোনের মৃত্যু

সময়: 10:04 am - February 16, 2025 | | পঠিত হয়েছে: 43 বার

 

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই ভাইবোনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক

সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই ভাইবোন। শনিবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলি আক্তার (৩২)। তার প্রায় সাড়ে নয় ঘণ্টা পর রোববার সকালে মারা যান ভাই সুমন রহমান (৩০)। এই অগ্নিকাণ্ডে আরও নয়জন গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গোমাইল এলাকায় ভাই সুমন রহমানের বাসায় বেড়াতে যান শিউলি আক্তার। বাড়িতে ছিলেন সুমনের স্ত্রী শারমিন, তাঁদের দুই সন্তান, মা সূর্যবানু, ভাই সোহেল ও ফুফু জহুরা বেগম। মশার উপদ্রবের কারণে সব জানালা বন্ধ রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সবাই দগ্ধ হন।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সুমনের শরীরের ৯৯ শতাংশ এবং শিউলির ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাঁদের আর বাঁচানো সম্ভব হয়নি।

অন্যান্য দগ্ধদের অবস্থা:

  • সূর্যবানু: ৭% দগ্ধ
  • জহুরা বেগম: ৫% দগ্ধ
  • মনির হোসেন: ২০% দগ্ধ
  • সোহেল রানা: ১০% দগ্ধ
  • শারমিন: ৪২% দগ্ধ
  • ছামিন মাহমুদ: ১৪% দগ্ধ
  • মাহাদী: ১০% দগ্ধ
  • সোয়ায়াদ: ২৭% দগ্ধ
  • সুরাহা: ৯% দগ্ধ

স্বজনদের ধারণা, গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share Now

এই বিভাগের আরও খবর