হাভার্টজের মিসে এফএ কাপ থেকে বিদায় আর্সেনালের, পরিবার পেল ভয়ংকর হুমকি

সময়: 8:12 am - January 14, 2025 | | পঠিত হয়েছে: 128 বার

হাভার্টজের মিসে এফএ কাপ থেকে বিদায় আর্সেনালের, পরিবার পেল ভয়ংকর হুমকি

বিশেষ প্রতিবেদক

রোববার রুদ্ধশ্বাস এক ম্যাচে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এমিরেটসের ক্লাবটি। টাইব্রেকারে ৫-৪ গোলে হারের পেছনে বড় ভূমিকা রেখেছে আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজের পেনাল্টি মিস।ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন জার্মান তারকা হাভার্টজ। টাইব্রেকারেও তাঁর পেনাল্টি মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। হাভার্টজের এই ব্যর্থতায় হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে আর্সেনাল ভক্তরা।তবে সমালোচনাই সীমাবদ্ধ থাকেনি, তা রূপ নিয়েছে ভয়ংকর হুমকিতে। হাভার্টজ ও তাঁর পরিবারকে লক্ষ্য করে কিছু হুমকিমূলক বার্তা আসে, যা উদ্বেগজনক মাত্রা ছাড়িয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ভয়ংকর বার্তার স্ক্রিনশট শেয়ার করেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। এক পোস্টে লেখা ছিল, “আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।”এই হুমকির পরিপ্রেক্ষিতে সোফিয়া লিখেছেন, “কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন। মানুষকে আরও সম্মান দিতে শিখুন। আমরা এর চেয়ে ভালো।”সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল ক্লাব এই ঘটনায় তদন্ত শুরু করেছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে তারা।এ ঘটনা শুধুমাত্র ফুটবল সমর্থকদের মধ্যে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার বিষয়টিই সামনে আনে না, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও হুমকির বিপরীতে কড়া পদক্ষেপের দাবিও জোরালো করে।

Share Now

এই বিভাগের আরও খবর