লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, সাফল্যের পেছনে স্ত্রীর সহযোগিতা আর বল বয়ের অবদান

লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, সাফল্যের পেছনে স্ত্রীর সহযোগিতা আর বল বয়ের অবদান
বিশেষ প্রতিবেদক
বিপিএলে দুর্দান্ত ফর্মে ফিরে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন লিটন দাস। কাল দুর্বার রাজশাহীর বিপক্ষে বিস্ফোরক এক ইনিংস খেলে দলকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানান, তাঁর সাফল্যের পেছনে রয়েছে দুইজন বিশেষ মানুষের অবদান—তাঁর স্ত্রী সঞ্চিতা আর বল বয় শাহীন।লিটন বলেন, “সবার স্ত্রীই তাঁদের সহযোগিতা করেন। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। খারাপ সময় কাটিয়ে উঠতে সঞ্চিতা আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।”লিটনের সাফল্যের আরেকটি বড় অংশীদার ঢাকা ক্যাপিটালসের বল বয় শাহীন। লিটনের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে কাজ করছেন তিনি, কুমিল্লা ভিক্টোরিয়ানসের সময় থেকে। শাহীন অনুশীলনের সময় লিটনকে বল ছুড়তে ছুড়তে বুঝে গেছেন তাঁর খেলার ধরন। কখন, কীভাবে বল ছুড়লে লিটনের জন্য উপকার হবে, সেটি শাহীন ভালোই বোঝেন। এমনকি অনুশীলনের সময় ছোটখাটো পরামর্শও দেন।লিটন বলেন, “শাহীন আমার খেলার ধরন জানে। সে কিছু ছোট ছোট বিষয় আমাকে দেখিয়েছে, যা আমার ব্যাটিংয়ে ইতিবাচক পরিবর্তন এনেছে। শুধু কোচরাই নয়, যেকোনো মানুষই একজন খেলোয়াড়কে সাহায্য করতে পারে। শাহীনের পরামর্শ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।”টানা ছয় ম্যাচে পরাজয়ের পর, শেষ পর্যন্ত সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএলের সর্বোচ্চ ১৪৯ রানের ব্যবধানে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে সেঞ্চুরি করে দলকে বড় ব্যবধানে জয় এনে দিতে মুখ্য ভূমিকা রাখেন লিটন দাস।লিটন বলেন, “আমাদের দলটা ভালো। কিন্তু আমরা কেউই ছন্দে ছিলাম না। ব্যাটিং-বোলিং একসঙ্গে ভালো হচ্ছিল না। তবে কাল সবাই মিলে পারফর্ম করেছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। জানি না, পরের ম্যাচে কী হবে, কিন্তু এখন সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।”লিটন আশা করছেন, এই জয়ের ধারা ধরে রেখে দল ঘুরে দাঁড়াবে। “আমরা ছন্দ পেতে শুরু করেছি। এখান থেকে ভালো কিছু করার চেষ্টা করব,” বলেন তিনি।লিটনের ফর্মে ফেরার এই গল্প শুধু তাঁর সেঞ্চুরিই নয়, বরং তাঁর পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতার উদাহরণ। স্ত্রী সঞ্চিতা ও বল বয় শাহীনের অবদান লিটনের এই নতুন অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।