বাচ্চাদের টিফিন বক্স ও পানির বোতলে ভ্যাট, বাড়বে দাম

বাচ্চাদের টিফিন বক্স ও পানির বোতলে ভ্যাট, বাড়বে দাম
বিশেষ প্রতিবেদক
শিক্ষার্থীদের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য প্লাস্টিকের টিফিন বক্স ও পানির বোতলে এবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই ভ্যাট উৎপাদন পর্যায়ে বসানো হলেও শেষ পর্যন্ত তা ভোক্তার ওপরই চাপবে।শহর থেকে গ্রাম—সর্বত্র স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতল ব্যবহার করে। মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়লে ভোক্তাদের জন্য তা নতুন চাপ সৃষ্টি করবে।গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের অধ্যাদেশ জারি করেছে সরকার। এর আওতায় প্লাস্টিকের পানির বোতল ও টিফিন বক্সের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এত দিন এসব পণ্যে ভ্যাট অব্যাহতি ছিল।প্লাস্টিকের একটি পানির বোতলের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে উৎপাদন পর্যায়ে ১৫ টাকা ভ্যাট যুক্ত হবে। ফলে ১০০ টাকার বোতলের দাম বাড়বে এবং ভোক্তা পর্যায়ে এই অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।শুধু পানির বোতল ও টিফিন বক্স নয়, কম দামি হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকার ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। ১৫০ টাকা পর্যন্ত মূল্যের এসব পণ্যেও উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ করা হয়েছে।বেঙ্গল গ্রুপ, মেঘনা গ্রুপ, প্রাণ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন করে। করপোরেট প্রতিষ্ঠানগুলোও প্লাস্টিক পণ্যের উৎপাদনে সক্রিয়। নতুন ভ্যাট আরোপের ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা সরাসরি বাজারে প্রভাব ফেলবে।মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য এসব পণ্যের দাম বৃদ্ধির প্রভাব ব্যাপক হবে। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চাদের ব্যবহারের টিফিন বক্স ও পানির বোতলের দাম বৃদ্ধি নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।পণ্যদ্রব্যের দাম বাড়ানোর এই উদ্যোগের সমালোচনা করেছেন অর্থনীতি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংগঠনগুলো। তাঁরা বলছেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে এই ভ্যাট আরোপ নতুন সংকট তৈরি করবে।এর আগে গত মে মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যে ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। তবে, নতুন অধ্যাদেশে তা আবার কার্যকর করা হয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, এই ভ্যাট আরোপের লক্ষ্য রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা। তবে, ভোক্তা পর্যায়ে এর প্রভাব কী হবে, তা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।