ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ, সিদ্ধান্ত বাতিলের দাবি

সময়: 5:08 am - January 14, 2025 | | পঠিত হয়েছে: 141 বার

ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ, সিদ্ধান্ত বাতিলের দাবি

বিশেষ প্রতিবেদক

শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি, টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল এবং ট্রাক সেল বন্ধের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব জনবিরোধী সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানিয়েছে দলটি।আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ‘টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে ১২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে। এসব সিদ্ধান্ত বাতিল না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’ তিনি আরও বলেন, গ্যাসের দামসহ বিভিন্ন ভ্যাট বৃদ্ধির ফলে উৎপাদন ব্যাহত হবে, বিনিয়োগ কমবে, এবং কর্মসংস্থানের সংকট তীব্র হবে।বিশ্বব্যাংকের চাপ উপেক্ষা করে জনগণের স্বার্থে সাহসী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে রুহিন হোসেন বলেন, ‘বড়লোকদের ওপর কর আরোপ না করে কেন সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো হচ্ছে? কর ফাঁকিবাজদের থেকে কর আদায় এবং পাচার হওয়া অর্থ ও খেলাপি ঋণ উদ্ধার করার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না?’তিনি সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘ভ্যাট বৃদ্ধির কারণে জনগণের ওপর কোনো প্রভাব পড়বে না—এ ধরনের বক্তব্য সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করার শামিল।’সমাবেশ থেকে সিপিবির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন।সিপিবি প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সম্পাদক লুনা নূর, এবং সদস্য জলি তালুকদার। নেতারা ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর