এলপি গ্যাসের ভ্যাটে পরিবর্তন: গ্রাহক পর্যায়ে চাপ কিছুটা বাড়ল

সময়: 8:01 am - January 14, 2025 | | পঠিত হয়েছে: 157 বার

এলপি গ্যাসের ভ্যাটে পরিবর্তন: গ্রাহক পর্যায়ে চাপ কিছুটা বাড়ল

বিশেষ প্রতিবেদক

এলপি গ্যাসের ভ্যাট পরিবর্তন নিয়ে চলমান ধোঁয়াশার অবসান ঘটিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি একটি নতুন আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ২ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।গত ৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই ভ্যাট আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হলেও অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে কম হারের ভ্যাটের তালিকা থেকে এলপি গ্যাস বের হয়ে ১৫ শতাংশ ভ্যাট হারের আওতায় চলে এসেছে।একই সময়ে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে এলপি গ্যাসের ওপর আরোপিত ২ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। এর ফলে এই পর্যায়ে ব্যবসায়ীদের ভ্যাটের কোনো বোঝা থাকছে না। তবে উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ার কারণে গ্রাহক পর্যায়ে সামগ্রিকভাবে ভ্যাটের চাপ কিছুটা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, “উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানো হলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই সামগ্রিক প্রভাব খুব বেশি না হলেও গ্রাহক পর্যায়ে ভ্যাটের সামান্য বৃদ্ধি হতে পারে।”এলপি গ্যাস বর্তমানে বাসাবাড়িতে রান্নার জ্বালানি, যানবাহনের জ্বালানি এবং শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের অপ্রতুলতার কারণে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানায় এলপি গ্যাসের চাহিদা বাড়ছে। এনবিআর জানিয়েছে, “উৎপাদন ও ব্যবহারের চাহিদার কারণে নতুন ভ্যাট হার নির্ধারণ করা হয়েছে।”বিশ্লেষকদের মতে, ভ্যাট পরিবর্তনের ফলে ব্যবসায়ী পর্যায়ে কিছুটা স্বস্তি মিললেও গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের দাম সামান্য বাড়তে পারে। এটি গৃহস্থালি ও শিল্পখাতে ব্যয়ের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এলপি গ্যাসের উৎপাদন ও বিতরণ সহজ করার জন্য এ ধরনের পরিবর্তন আনা হয়েছে। তবে ভোক্তাদের ওপর যেন এর প্রভাব সীমিত থাকে, সে বিষয়ে নজরদারি রাখা হবে।নতুন ভ্যাট নীতির ফলে এলপি গ্যাসের উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভিন্নমুখী প্রভাব পড়তে পারে। গ্রাহক ও ব্যবসায়ীদের এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগবে। তবে এনবিআর বলছে, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

Share Now

এই বিভাগের আরও খবর