জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ, প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ, প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন
বিশেষ প্রতিবেদক
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) প্রধান মনোযোগ জাতীয় নির্বাচনের দিকে। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।সানাউল্লাহ বলেন, “ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি আপনা-আপনি সম্পন্ন হয়ে যাবে।”নির্বাচন কমিশনার জানান, শুধু নির্বাচন আয়োজন নয়, বর্তমান বাস্তবতায় একটি সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে এলে প্রয়োজনীয় সংশোধন আনার জন্য আইন ও বিধিমালায় পরিবর্তন করা হতে পারে। এসব কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।সানাউল্লাহ আরও বলেন, “দেশের আবহাওয়া ও প্রেক্ষাপটও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা ঠিক হবে না, যা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে।”স্থানীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইসিকে কোনো বিশেষ অনুরোধ করা হয়নি। তবে পত্রপত্রিকায় এ বিষয়ে আলোচনার প্রেক্ষিতে কমিশন নিজ থেকেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে।তিনি বলেন, “সরকার যদি কিছু নির্বাচন আগে আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা সেভাবে কাজ করব। তবে কমিশনের অবস্থান হচ্ছে—সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। বিশেষ করে সব স্থানীয় নির্বাচন একই সময়ে আয়োজন করা সম্ভব নয়।”বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কোনো ঘটনা বা পদক্ষেপ যাতে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত না করে, সেদিকে নজর দিচ্ছে ইসি।কমিশনারের বক্তব্য থেকে স্পষ্ট, জাতীয় নির্বাচনই এখন নির্বাচন কমিশনের মূল অগ্রাধিকার। তবে প্রয়োজনে অন্যান্য নির্বাচনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।