শিক্ষাবর্ষের শুরুতে সব পাঠ্যবই পাওয়া নিয়ে অনিশ্চয়তা: শিক্ষা উপদেষ্টা

সময়: 6:00 am - January 8, 2025 | | পঠিত হয়েছে: 112 বার

শিক্ষাবর্ষের শুরুতে সব পাঠ্যবই পাওয়া নিয়ে অনিশ্চয়তা: শিক্ষা উপদেষ্টা

চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছে সব নতুন পাঠ্যবই কবে নাগাদ পৌঁছাবে, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বই ছাপানোর কার্যক্রম শুরুতেই বিলম্ব হয়েছে। সিলেবাস ও কারিকুলাম নতুনভাবে পরিমার্জন করায় এই দেরি হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং প্রথমবারের মতো সব বই দেশে ছাপানো হচ্ছে। দেশের সক্ষমতা কতটুকু, তা এবারই বোঝা যাচ্ছে। এসব কারণে দেরি অনিবার্য।”তিনি আরও জানান, দেশের সব গুদামে থাকা আর্ট পেপার ব্যবহারের পরও দেখা গেছে ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ ইতোমধ্যে রওনা দিয়েছে। তবে সেগুলো পৌঁছাতে এবং ছাপানোর কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় লাগবে।গত কয়েক বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “বিগত বছরগুলোতেও মার্চের আগে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এ বছর পরিস্থিতি আরও জটিল। ফলে বই বিতরণে দেরি হচ্ছে।”সব বই কবে নাগাদ পাওয়া যাবে?এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “কবে নাগাদ সব শিক্ষার্থী সব বই হাতে পাবে, সেটা আমি এখনই বলতে পারছি না।”বই পেতে শিক্ষার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বই বিতরণ কার্যক্রম দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানা গেছে।অভিভাবক ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাপার কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বই বিতরণ কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

Share Now

এই বিভাগের আরও খবর