পিএসসি সদস্যদের শপথ স্থগিত: সমালোচনার মুখে সিদ্ধান্ত

পিএসসি সদস্যদের শপথ স্থগিত: সমালোচনার মুখে সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদক
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া নতুন সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে। পিএসসি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শপথ স্থগিত চেয়ে চিঠি পাঠানো হয়। পরে পিএসসির অনুরোধে সুপ্রিম কোর্ট শপথ স্থগিতের সিদ্ধান্ত নেয়।চিঠিতে উল্লেখ করা হয়, চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।পিএসসির একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নবনিযুক্ত কয়েকজন সদস্যকে নিয়ে সমালোচনা শুরু হওয়ায় শপথ স্থগিত করা হয়েছে। সূত্রের দাবি, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য সাবেক সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এ সমালোচনা হয়।
গত ২ জানুয়ারি পিএসসিতে নতুন সদস্য হিসেবে নিয়োগ পান:
- অধ্যাপক শাহনাজ সরকার
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ
- অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান
- মো. মুনির হোসেন
- সাব্বির আহমেদ চৌধুরী
এর আগে, সরকার আটজন সদস্য নিয়োগ দেয়। বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে পিএসসির আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। নতুন সরকার চেয়ারম্যানসহ নতুন সদস্যদের নিয়োগ দেয়।পিএসসি সূত্র বলছে, নতুন সদস্যদের শপথ গ্রহণের তারিখ শিগগির পুনর্নির্ধারণ করা হতে পারে। তবে চলমান সমালোচনা ও পরিস্থিতি বিবেচনায় কমিশন ও সুপ্রিম কোর্টের সমন্বিত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।