চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১ হাজার ৯১১ মামলার নথি উদ্ধার, আটক ১

চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১ হাজার ৯১১ মামলার নথি উদ্ধার, আটক ১
বিশেষ প্রতিবেদক
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে যাওয়া ১ হাজার ৯১১ মামলার নথির মধ্যে ৯ বস্তা কেস ডকেট (সিডি) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে তাঁর নাম এখনো প্রকাশ করা হয়নি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার নথি গায়েবের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ৯ বস্তা সিডি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “অভিযান এখনো চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া গত রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে উল্লেখ করা হয়, ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় রাখা ছিল। গত ডিসেম্বর মাসের ১৩ থেকে ৩১ তারিখের মধ্যে এগুলো গায়েব হয়ে যায়।চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি কার্যালয়ের সামনে থেকে এ নথি হারানোর ঘটনায় আইনজীবীরা বিস্মিত। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।পুলিশ জানায়, উদ্ধারকৃত সিডিগুলো বিশ্লেষণ করে এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।