পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন: ‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ শিগগিরই আসবে’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন: ‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ শিগগিরই আসবে’
বিশেষ প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করছে। তিনি শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এক বক্তৃতায় এ কথা বলেন।তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা বিরাজ করছে, তবে শিগগিরই একটি রোডম্যাপ আসবে। তিনি আরও জানান, সরকার নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য কাজ করছে।এসময় তিনি বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর বিদেশে শাখাগুলোর বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো এত রাজনৈতিক দলের শাখা নেই। এসব শাখার মধ্যে ঘটে যাওয়া মিছিল, স্লোগান কিংবা বিরোধী দলের বিরুদ্ধে করা সহিংসতা দেশের ইমেজের জন্য ক্ষতিকর। বিদেশে একে অপরকে শত্রু ভাবার মনোভাব দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং এতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।এছাড়া, তিনি ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান নেতিবাচক প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে এমন মনে হচ্ছে যে, সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি এসব অপপ্রচার রুখতে গণমাধ্যমের সাহায্য চান।তৌহিদ হোসেন আরও বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কিছু অভিযোগ সত্য, তবে সব নয়। তিনি জানিয়ে দেন যে, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।