**এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে মঞ্জু চেয়ারম্যান, ফুয়াদ জেনারেল সেক্রেটারি নির্বাচিত**

সময়: 8:59 am - January 11, 2025 | | পঠিত হয়েছে: 37 বার

**এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে মঞ্জু চেয়ারম্যান, ফুয়াদ জেনারেল সেক্রেটারি নির্বাচিত**

বিশেষ প্রতিবেদক

বি পার্টির (বাংলাদেশ পার্টি) প্রথম জাতীয় কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। পাশাপাশি, আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।আজ শনিবার, ১১ জানুয়ারি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কাউন্সিলের মূল অনুষ্ঠানটি শুরু হয় গত শুক্রবার সকালে, যেখানে সারা দেশের কাউন্সিলররা সরাসরি ভোট দিয়ে তাদের পছন্দের চেয়ারম্যান নির্বাচন করেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে।চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন: দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। মোট ২,৮০৬ ভোটারের মধ্যে ১,৬৮৯ জন ভোট দেন, যার মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়। মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ১,৪০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন, অন্যদিকে সোলায়মান চৌধুরী পান ২১১ ভোট এবং দিদারুল আলম পান ৩৩ ভোট।এছাড়া, জেনারেল সেক্রেটারি পদে গত মাসে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্যের ভোটে আসাদুজ্জামান ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবি পার্টির নির্বাহী পরিষদ সদস্যদের তালিকা ঘোষণা করা হয়েছে আজকের কাউন্সিলের মধ্যে।এবি পার্টির এই প্রথম জাতীয় কাউন্সিলের আয়োজন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সম্মানে করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর