দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বেতন বাড়ল, শুরু হয়েছে সমালোচনা

সময়: 9:07 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 96 বার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বেতন বাড়ল, শুরু হয়েছে সমালোচনা

বিশেষ প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। দেশটির সরকার গতকাল রোববার নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের জন্য প্রেসিডেন্ট ইউনের বেতন ২০২৪ সালের তুলনায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন বেতন দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২৬২ দশমিক ৬ মিলিয়ন (২৬ কোটি ২৬ লাখ) যা মার্কিন ডলারের হিসাবে ১ লাখ ৭৯ হাজার।গত ৩ ডিসেম্বর সবাইকে হতবাক করে দিয়ে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউন। তবে মাত্র ছয় ঘণ্টার মধ্যে তীব্র প্রতিবাদের মুখে তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হন। এই স্বল্পস্থায়ী সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তাঁকে অভিশংসন করা হয়। তিনি সাময়িক বরখাস্ত হলেও প্রেসিডেন্ট পদে রয়েছেন সাংবিধানিক আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায়।ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। তদন্তকারীদের তলবে হাজির হতে অস্বীকৃতি জানানোর পর, গত ৩১ ডিসেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে ৩ জানুয়ারি ইউনকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন তদন্তকারীরা।ইউনের বেতন বৃদ্ধির খবরে দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। সাময়িক বরখাস্তকৃত অবস্থায় বেতন পাওয়া এবং তাতে বৃদ্ধি অনেক নাগরিকের কাছে অযৌক্তিক মনে হয়েছে।একজন নাগরিক এক্সে (সাবেক টুইটার) মন্তব্য করেন, “যেখানে সাধারণ মানুষের ন্যূনতম মজুরি বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ, সেখানে একজন অভিশংসিত প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি ৩ শতাংশ! এই বৃদ্ধির যৌক্তিকতা কী?”এই পোস্টে হাজারো লাইক ও মন্তব্য এসেছে। অনেকেই মনে করছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামাল দিতে সামরিক আইন জারি করা ইউনের জন্য এ ধরনের সুবিধা অগ্রহণযোগ্য।সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত যদি ইউনের অভিশংসন বহাল রাখে, তবে তাঁকে চূড়ান্তভাবে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হবে। তবে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় প্রেসিডেন্টের সুবিধা ভোগ করবেন।ইউনের সমালোচকরা বলছেন, এই বেতন বৃদ্ধি শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, নৈতিকতার প্রশ্নও তোলে।

Share Now

এই বিভাগের আরও খবর