সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করলেন রুহুল কবির রিজভী

সময়: 8:49 am - January 13, 2025 | | পঠিত হয়েছে: 67 বার

সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করলেন রুহুল কবির রিজভী

বিশেষ প্রতিবেদক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশ সীমান্তে ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।রিজভী বলেন, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে শেখ হাসিনা ভারতকে নানা সুবিধা দিয়েছেন। এর ফলে ভারত সীমান্তে আন্তর্জাতিক নিয়ম না মেনে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। তিনি দাবি করেন, ৪,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ৩,০০০ কিলোমিটারেরও বেশি অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, “আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের উন্নয়ন কাজ নিতে হলে দুই দেশের মধ্যে আলোচনা করতে হয়। কিন্তু ভারত তা উপেক্ষা করে লালমনিরহাটসহ বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। শেখ হাসিনার সরকারের নীরবতার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।”রিজভী বলেন, “শেখ হাসিনা নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যে তাঁকে কেউ কিনতে পারে না। কিন্তু বাস্তবে ভারত তাঁকে কিনে নিয়েছে। তিনি নিজের দেশের গৌরব ও স্বাধীনতাকে পদদলিত করে ভারতের স্বার্থ রক্ষা করেছেন।”দোয়া মাহফিলে রিজভী আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে রিকশা, ভ্যান ও অটোরিকশাচালকদের বীরত্ব এবং আত্মত্যাগ স্মরণীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।”বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে রিজভী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি শেখ হাসিনা সরকারের নীতির কঠোর সমালোচনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।রুহুল কবির রিজভীর বক্তব্যে সীমান্ত ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে। তিনি সরকারের নীতির সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

Share Now

এই বিভাগের আরও খবর