ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ১৯ যাত্রী

সময়: 8:16 am - March 6, 2025 | | পঠিত হয়েছে: 43 বার

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ১৯ যাত্রী

বিশেষ প্রতিবেদক

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ১৯ জন যাত্রী। তবে এক নারী যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী গ্রিনলাইন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস গৌরনদী পর্যন্ত ২৩ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে ৪ জন যাত্রী নেমে গেলে মোট ১৯ জন যাত্রী বাসটিতে ছিলেন। দুর্ঘটনার কিছুক্ষণ আগে থেকেই বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি চালক ও বাস পরিদর্শককে জানানো হলেও তা উপেক্ষা করে সুগন্ধি স্প্রে করা হয়। এরপর গন্ধ আরও তীব্র হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।বাসটি গন্তব্যের পথে থাকা অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন ধরে যায়। বাস থামানোর সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এক মিনিটের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে, গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং যাত্রীদের মালপত্র আগুনে নষ্ট হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর