কক্সবাজারে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী খুন: পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

সময়: 4:24 am - January 11, 2025 | | পঠিত হয়েছে: 35 বার

কক্সবাজারে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী খুন: পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে (৫৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সিগাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে। পরিবার এ হত্যাকে পরিকল্পিত দাবি করে বলেছে, খুলনায় তাঁর শত্রুরাই শুটার ভাড়া করে তাঁকে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রব্বানী ঝাউবাগানের কাঠের সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।রব্বানীর বড় ভাই গোলাম রসুল জানান, শত্রুতার জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা শত্রু ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি। তিনি অভিযোগ করেন, ৮ জানুয়ারি খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার ওরফে চালু ও তাঁর সহযোগীরা কৌশলে রব্বানীকে কক্সবাজারে নিয়ে যান। সেখানেই শুটার ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানো হয়।গোলাম রব্বানী খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে অপসারণ করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। রব্বানীর পরিবার জানায়, তাঁর জমিজমা কেনাবেচার ব্যবসা ছিল। একসময় কক্সবাজারেও তাঁর ব্যবসা ছিল।শুক্রবার সকালে খুলনার দেয়ানা উত্তর পাড়ায় রব্বানীদের বাড়িতে গিয়ে থমথমে পরিবেশ দেখা যায়। বড় ভাই গোলাম রসুল বলেন, ‘সে অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর ছিল। তাঁর জীবিত থাকাকালীন এখানে কাউন্সিলর পদে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না।’ রব্বানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কক্সবাজার থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর পেছনের কারণ জানতে পুলিশ কাজ করছে। পুলিশের ধারণা, রব্বানীর পেশাগত ও রাজনৈতিক শত্রুতাই এ হত্যার পেছনের প্রধান কারণ হতে পারে।হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর নজরদারি করছে।

Share Now

এই বিভাগের আরও খবর