শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার।
সময়: 3:50 am - January 11, 2025 | | পঠিত হয়েছে: 32 বার

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার।
সুলতান আহমেদ (জেলা প্রতিনিধি)
গত ১০ ডিসেম্বর শেরপুরে যাবজ্জীবন সাজায় দন্ডিত দুই আসামীর খবর সদর থানায় পেলে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নির্দেশনাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম রাত ৩ টা ২৫ মিনিটে এসআই আবুু সাঈদ, এসআই নজরুল ইসলাম, এসআই এনামুল হক সিদ্দিকী, এসআই তারেক হাসান এসআই মিনহাজ উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে শেরপুর সদর রৌহা চরপাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মোঃ ফজলুল হক ফজু পিতা নিজাম উদ্দিন ও আজমত আলী পিতা মৃত আজগর আলী উভয় সাং রৌহা চরপাড়া, শেরপুর সদর, জেলা -শেরপুর।
আসামীদ্বয় জমিসংক্রান্ত জের হিসাবে মারপিট করিয়া হত্যার দন্ডিত আসামী, দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পরে শেরপুর সদর থানায় নিয়ে আসার পর দুপুরে ২৮/২/০৬ তারিখের শেরপুর জিআর- ৫৩/০৬, থানার মামলা নং ২৮ এ কোর্টে প্রেরন করলে কোর্ট আসামীদ্বয় কে জেল হাজতে পাঠিয়ে দেয়।