ইন্টারনেট খরচ বাড়লো, গ্রাহকদের ওপর নতুন ভ্যাট ও শুল্কের বোঝা
সময়: 10:33 am - January 12, 2025 | | পঠিত হয়েছে: 132 বার

ইন্টারনেট খরচ বাড়লো, গ্রাহকদের ওপর নতুন ভ্যাট ও শুল্কের বোঝা
বিশেষ প্রতিবেদক
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে অতিরিক্ত ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের ফলে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং মোবাইল ইন্টারনেট প্যাকেজে নতুন কর আরোপের কারণে গ্রাহকদের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জারি করা দুই অধ্যাদেশে এই কর বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
- ব্রডব্যান্ড ইন্টারনেট: গ্রাহকদের এখন দ্বিগুণ ভ্যাট দিতে হবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এতে তাদের পরিচালন ব্যয় ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
- মোবাইল ইন্টারনেট: নতুন কর আরোপের ফলে মোবাইল প্যাকেজের দামও বেড়ে গেছে, যা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছাতে ও নতুন গ্রাহক সংগ্রহে তাদের প্রচুর খরচ হয়। বর্তমানে নতুন শুল্ক ও কর বৃদ্ধির কারণে সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।জাতীয় সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার তার ব্যয় মেটাতে শুল্ক ও কর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন, এই অতিরিক্ত ব্যয়ের চাপ শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই পড়বে।গ্রাহকদের অভিযোগ, ইতোমধ্যে তারা বাড়তি খরচ অনুভব করছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পাওয়া আরও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে।