দেশে প্রথমবারের মতো একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্ত

দেশে প্রথমবারের মতো একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্ত
বিশেষ প্রতিবেদক
চলতি বছর বাংলাদেশে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই ব্যক্তি নরসিংদীর বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানিয়েছেন, ৯ জানুয়ারি তাঁর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। তবে একইসঙ্গে তিনি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও আক্রান্ত, যার ফলে তাঁর শারীরিক অবস্থা কিছুটা জটিল।সরকারি গবেষণা সংস্থা আইইডিসিআর জানায়, দেশে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় ২০১৭ সালে। গত বছর এই ভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিল।এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া এবং শরীরে ব্যথা অনুভূত হয়। এটি সাধারণ জ্বরের মতো হলেও শিশু, বয়স্ক এবং ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নেওয়ার ঝুঁকি থাকে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এই ভাইরাসটি দেশে আগে থেকেই ছিল। তবে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্ক থাকা জরুরি।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীর শারীরিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে তারা।