বরিশালে ৫০০ বিদ্যালয়ে পরিচালনা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষা কার্যক্রম ব্যাহত

সময়: 6:38 am - January 12, 2025 | | পঠিত হয়েছে: 136 বার

বরিশালে ৫০০ বিদ্যালয়ে পরিচালনা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষা কার্যক্রম ব্যাহত

বিশেষ প্রতিবেদক

বরিশাল বিভাগের অন্তত ৫০০ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এ বিরোধের কারণে শিক্ষকদের মধ্যে দলাদলি, বরখাস্ত, এবং পাল্টাপাল্টি মামলার ঘটনা বাড়ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে।বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বোর্ডের অধীন ১ হাজার ৮০০ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৫০২টিতে পরিচালনা কমিটি নিয়ে বিরোধ চলছে। এর মধ্যে ৮৬টি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। মূলত পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে এই বিরোধ শুরু হয়। কমিটিতে দাতা সদস্য এবং বিদ্যানুরাগী সদস্যদের অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা তৈরি হয়েছে।বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম খান জানান, “অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীরা প্রকৃত প্রতিষ্ঠাতা বা দাতাদের বাদ দিয়ে নিজেদের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। এতে প্রধান শিক্ষকদের সহযোগিতা নেওয়া হয়।”বরিশাল নগরের এ কে ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্ব বড় আকার ধারণ করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দীন বলেন, “গত চার বছরে এক কোটি টাকার বেশি তছরুপ হয়েছে। এ সময় শিক্ষার মান নিম্নমুখী হয়েছে এবং অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে গেছে।”দলাদলি ও মামলার কারণে শিক্ষকদের শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষক আদালতের বারান্দায় ঘুরছেন। শিক্ষার্থীদের পড়াশোনার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।বোর্ড সূত্রে জানা গেছে, অধিকাংশ বিদ্যালয় অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। অ্যাডহক কমিটির মেয়াদ ছয় মাস হলেও রাজনৈতিক প্রভাবশালীরা বারবার নিজেদের লোকদের কমিটিতে বসিয়ে পরিচালনা করছেন। ফলে বিদ্যালয়গুলোতে নিয়মিত দ্বন্দ্ব লেগেই আছে।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, “উচ্চ আদালতের ৮৬টি মামলার মধ্যে গত এক বছরে ২১টি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকিগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।”অনেক প্রধান শিক্ষক মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালনা কমিটি নিয়ে বিরোধ এড়াতে সরকারকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। মামলা গ্রহণের আগে বিষয়গুলো সুষ্ঠুভাবে যাচাই করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন তাঁরা।পরিচালনা কমিটির দ্বন্দ্বে বরিশাল বিভাগের অনেক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরোধ মেটাতে সরকারের কার্যকর পদক্ষেপ এবং পরিচালনা কমিটি গঠনের স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর