চট্টগ্রাম বিমানবন্দরে মানব পাচারের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম বিমানবন্দরে মানব পাচারের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের অভিযোগে ইফতেখারুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।গ্রেপ্তার ইফতেখারুল আলম ফেনী জেলার ফজিলপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-২, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, ইফতেখারুল আলম রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করেছে। মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”ইফতেখারুল আলমের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীনে মামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় করা মামলার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে। মানব পাচার প্রতিরোধে অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।