ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সময়: 9:51 am - January 12, 2025 | | পঠিত হয়েছে: 23 বার

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিবেদক

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ রোববার বেলা পৌনে একটার দিকে মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই আরোহী মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর