নাদাল খেলবেন না ইউএস ওপেনেও

সময়: 8:21 am - August 8, 2024 | | পঠিত হয়েছে: 36 বার

‘শতভাগ দিতে পারবেন না’ বলে ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা বলেছেন, এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামের রোমাঞ্চকর মুহূর্ত তিনি মিস করবেন। চলতি বছর এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে চলেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেও খেলেননি।

প্যারিস অলিম্পিকে একক ও দ্বৈত ইভেন্টে অংশ নেওয়া নাদাল জানিয়েছেন, আগামী মাসেই আবার কোর্টে ফিরবেন। খেলবেন বার্লিনের লেভার কাপে।

৩৮ বছর বয়সী নাদাল ২০২৩ সাল থেকেই টেনিসের গ্র্যান্ড স্লামে অনিয়মিত। ফিটনেসজনিত বিষয়ে গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনোটিতেই খেলেননি। এ বছর অংশ নিয়েছেন শুধু ফ্রেঞ্চ ওপেনে। যদিও প্রথম রাউন্ডেই থেমে যেতে হয়েছে। ভালো যায়নি প্যারিস অলিম্পিকেও। স্পেনের হয়ে কার্লোস আলকারাজকে নিয়ে দ্বৈত ইভেন্টে যেতে পেরেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। আর একক ইভেন্টে নোভাক জোকোভিচের মুখোমুখি হয়ে বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই।

২৬ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লামটিতে খেলবেন না জানিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন নাদাল, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেন আমি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এই টুর্নামেন্ট তাঁর চমৎকার সব স্মৃতির সঙ্গে জড়িয়ে উল্লেখ করে লিখেছেন, ‘আমি আর্থার অ্যাশের ওই সব রোমাঞ্চকর এবং বিশেষ রাতগুলো মিস করব। তবে আমার মনে হয় না এবার আমি নিজের শতভাগ দিয়ে খেলতে পারব। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের মিস করব, অন্য সময়ে আবার দেখা হবে।’

একই পোস্টে নাদাল নিশ্চিত করেন, সেপ্টেম্বরের লেভার কাপে দেখা যাবে তাঁকে।
নাদাল তাঁর গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় সর্বোচ্চ চার ট্রফি ইউএস ওপেনে, যার সর্বশেষটি ২০১৯ সালে।

Share Now

এই বিভাগের আরও খবর