ভালুকায় ৯ দফা দাবীতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ; হামলায় আহত ১৫

সময়: 4:19 am - August 28, 2024 | | পঠিত হয়েছে: 32 বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় চাকুরী স্থায়ীকরণ সহ ৯দফা দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বৈষম্যবিরোধী শ্রমিকরা। এ সময় কারখানা কর্তৃপক্ষের ভাড়াটিয়া বাহিনীর হামলায় অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (২৭আগষ্ট) সকালে সকালে উপজেলার হবিরবাড়ী এলাকার এসএমসি’র সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযথা চাকুরীচ্যুতসহ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিস ভেতরে নিতে দেয় না। এছাড়া শ্রমিকদের সময়মতো বেতনও পরিশোধ করেননা। শান্তিপূর্ণ বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ভাড়াটিয়া লোকদিয়ে শ্রমিকদের মারধর করেছেন বলেও অভিযোগ করেন তারা। এ সময় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছে। পরবর্তীতে প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান জানান, আন্দোলন রত শ্রমিকদের সাথে নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রকিদের ৯দফা দাবীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
অভিযোগের বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকদের শান্ত করা হয়েছে।

আবুল বাশার শেখ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

Share Now

এই বিভাগের আরও খবর