বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে গুরুতর আহত হাবিব এখনো পায়নি কোন সরকারি বেসরকারি সহায়তা।

সময়: 4:26 am - August 25, 2024 | | পঠিত হয়েছে: 30 বার

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন করেছে প্রায় একসপ্তাহ। অনেক পরিশ্রম জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে গত ০৫ আগস্ট-২৪ সরকার পতনের পর সারা দেশের ন্যায় চট্টগ্রাম মহানগরে ডবলমুড়িং থানা এলাকায় দুপুরবেলা বিজয় মিছিল বের করেন চট্টগ্রাম পটিয়ার জিরি মাদ্রাসা ছাত্র হাফেজ মোঃ হাবিবুর রহমান সহ তার সহপাঠীরা।এতেই পুলিশও ছাত্রলীগ যুবলীগ ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে নিহতও আহত ঘটনা ঘটে।এতে চট্টগ্রাম পটিয়ার জিরি ইউনিয়নের জিরি গ্রামের হাফেজ মোঃ হাবিবুর রহমান মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্হায় তাকে পথচারী ও বিজয় মিছিলের সহপাঠীরা তৎক্ষণাৎ চট্টগ্রাম পার্ক বিউ হাসপাতালে ভর্তি করালে এই পর্যন্ত প্রায় একলক্ষ টাকা ব্যয়ে তার শরীরে তিনটি অপারেশন করে গুলি বের করে।তার শরীরে মাথায় এখনো গুলি রয়েছে যা অপারেশন করেই বের করতে হবে।কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে আহত নিহত সকলে সমন্বয় ও সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিও সংস্থার কাছে থেকে চিকিৎসা সহায়তা পেলেও পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের জিরি গ্রামের জিরি মাদ্রাসা ছাত্র এখনো কারো কাছ থেকে কোন চিকিৎসা সহায়তা পায়নি।
টাকার অভাবে বর্তমানে হাফেজ হাবিবুর রহমান আরো দুটি জরুরী অপারেশন করাতে পারছেনা বিধায় সে অন্তর্বতীকালীন সরকারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের ছাত্র আন্দোলনের সমন্বয়ক,ও চট্টগ্রামের বিত্তবান সকলের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করার অনুরোধ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর