নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি অনুষ্টিত

সময়: 3:36 am - August 15, 2024 | | পঠিত হয়েছে: 42 বার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনালে থেকে এ উপলক্ষ একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ  সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা  রিয়াজুল ইসলাম টিংকু, মফিজুর রহমান জমাদ্দার, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা,লোহাগড়া শ্রমিক দলের সভাপতি  আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমূখ।এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Share Now

এই বিভাগের আরও খবর