রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন
বিশেষ প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গতকাল সোমবার দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে নগরের বারো রাস্তার মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন পুরনজিত মহালদার। মোটরসাইকেলে করে যাওয়ার সময় সড়কে বালুর কারণে স্লিপ খেয়ে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আজ সকাল ৮টা ৫০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে পুরনজিত মহালদারের মরদেহ আনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় পরিবেশ ভারী হয়ে ওঠে।বেলা পৌনে ১১টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার উদ্দেশে নেওয়া হয়। সেখানেই পারিবারিকভাবে শেষকৃত্য সম্পন্ন হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠনগুলো অধ্যাপক পুরনজিত মহালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, “এটি শুধু পরিবারের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের জন্যও এক অপূরণীয় ক্ষতি।”অধ্যাপক পুরনজিত মহালদারের অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।