বরিশাল নগরে হলুদ অটোর লাইসেন্স নবায়নসহ চার দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

বরিশাল নগরে হলুদ অটোর লাইসেন্স নবায়নসহ চার দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদক
বরিশাল নগরে ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইকের (হলুদ অটো) লাইসেন্স নবায়নসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন চালকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি আয়োজন করে অটো শ্রমিক কল্যাণ সংগঠন।মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের শুরুতে বরিশাল সিটি করপোরেশন থেকে নগরে চলাচলকারী ৭ হাজার ৬১০টি হলুদ অটোরিকশার জন্য এক বছর মেয়াদি লাইসেন্স দেওয়া হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও এই লাইসেন্স নবায়ন করা হয়নি। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন মহল এই যানগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, যা চালকদের হয়রানির মুখে ফেলছে।
শ্রমিকদের চার দফা দাবি:
১. অবিলম্বে অটোরিকশার মালিকানা লাইসেন্স নবায়ন।
২. চালকদের চালক লাইসেন্স প্রদান।
৩. নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোর জন্য স্ট্যান্ড নির্মাণ।
৪. সব রুটে ভাড়ার নির্ধারিত চার্ট প্রণয়ন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোশারফ গাজী, সাধারণ সম্পাদক জামাল গাজী, লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, এবং প্রচার সম্পাদক সজল সরদার। বক্তারা সিটি করপোরেশনকে দ্রুত তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।সাবেক মেয়র শওকত হোসেন হিরনের আমলে ২০১২ সালে প্রথম নগরে ২ হাজার ৫৯০টি অটোরিকশার জন্য লাইসেন্স দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে নতুন করে লাইসেন্স দেওয়া হয়নি। বর্তমানে নগরে প্রায় ১০ হাজারের বেশি অবৈধ অটোরিকশা যাত্রী পরিবহন করছে। এতে যানজট এবং চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে।শ্রমিকদের দাবি দ্রুত বাস্তবায়নে সিটি করপোরেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।