বিএনপির মিছিলে গুলি: ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ ।
২৩ বছর আগে রাজধানীর মালিবাগ মোড় এলাকায় বিএনপির মিছিলে চারজনকে গুলি করে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল, নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ জনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে অব্যাহতি দিয়ে অধস্তন আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।
সেইসঙ্গে এ দুজনসহ ১৫ জনকে ঢাকার সংশ্লিষ্ট দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ মামলার বাদী খিলগাঁও থানা বিএনপি নেতা ইউনুস মৃধার আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।
আইনজীবী আমিনুল বলেন, সম্প্রতি মামলার বাদী ইউনুস মৃধা হাইকোর্টে ২০১০ সালের দুটি আদেশ (১৫ জনকে অব্যাহতি) চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্ট দুটি আদেশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন। আর ১৫ আসামিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এখন নিম্ন আদালতে তাদের বিচার চলবে।
২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালের বিপক্ষে ডা. ইকবালের নেতৃত্বে একটি মিছিল এবং হরতালের পক্ষে বিএনপির একটি মিছিল মালিবাগ মোড়ে মুখোমুখি হলে আওয়ামী লীগের মিছিল থেকে গুলি করা হলে বিএনপির চার কর্মী নিহত হন। নিহতরা হলেন জসিমউদ্দিন, খোকন, আবদুর রশিদ মোল্লা ও নাজমা আক্তার।