সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ সদস্যরা

সময়: 10:43 am - August 12, 2024 | | পঠিত হয়েছে: 18 বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংঘর্ষ ও সরকার পতনের জেরে সপ্তাহখানেকের বেশি সময় ধরে কর্ম বিরতিতে থাকার পর আবারও সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার সকালে তারা নিজেদের কাজে যোগ দিয়ে রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্বরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। বেশিরভাগ শিক্ষার্থী ফিরে গেলেও এখনো কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তা করছে অনেকে।

সরজমিনে রাজধানীর ফার্মগেট পুলিশ বক্স মোড়ে দেখা যায়, সেখানে রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করছেন বেশকিছু ট্রাফিক পুলিশ সদস্য। এর পাশেই তেজগাঁও কলেজের সামনের রাস্তার মোড়েও রয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা। খামারবাড়ি মোড়েও দায়িত্ব পালন করছেন তারা। সেখান থেকে মিরপুরের দিকে যেতে সংসদ ভবনের পেছনের চন্দ্রিমা উদ্যানের মোড়েও নিজেদের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে বিজয় স্মরণী মোড়েও এদিন সকাল থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। এছাড়াও কাওরান বাজার, বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, ধানমণ্ডি ২৭, সাইন্সল্যাব মোড়, আগারগাঁও ও কলেজগেটসহ রাজধানীর বেশিরভাগ জায়গায় ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার স্নেহাশীষ দাশ বলেন, রমনা-তেজগাঁও এলাকা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে প্রায় সর্বত্র ট্রাফিক পুলিশ কাজে নেমে গেছে। বিশেষ করে তেজগাঁও এলাকার কথা বলতে পারি, এখানে ৮০ শতাংশ ফোর্স নেমেছে। আমাদের উপস্থিতির পর শিক্ষার্থীরা বাসায় ফিরে যাচ্ছে।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের কাজে যোগ দিতে পারছিলেন না। এখন আবারও সকলে কাজে ফিরেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর