ইসরায়েলি বাহিনী লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ।

সময়: 8:14 am - November 2, 2024 | | পঠিত হয়েছে: 28 বার

এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরায়েলি সীমান্তের কাছে লেবাননের দক্ষিণাঞ্চলে আদ-ধাহিরা গ্রামে এক মসজিদে বিস্ফোরণ ঘটাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে। মসজিদ ও তার আশেপাশে বাড়িগুলোতে যখন বিস্ফোরণ হচ্ছিল তখন বিশাল ধোঁয়ার সৃষ্টি হয়।

এদিকে গতকাল শুক্রবার গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। ইসরায়েলের চালানো এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী হতাহত নিয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছে। তিনি গাজা উপত্যকায় বেঁচে থাকা হামাস পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা।

 

Share Now

এই বিভাগের আরও খবর