শার্শার সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে তিন মহিলা আটক।

সময়: 6:53 am - November 14, 2024 | | পঠিত হয়েছে: 23 বার

মোঃ জাকির হোসেন,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ জামান বলেন, বুধবার ভোরে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় পানির একটি ডিপ মেশিন ঘর হতে তিন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নারীকে আটক করা হয়।
আটকরা হলো কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর