এবার ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ-হিজবুল্লাহ ।

সময়: 8:38 am - October 27, 2024 | | পঠিত হয়েছে: 23 বার

প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক ভিডিও বার্তায় এই নির্দেশ দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটার ভেতর পর্যন্ত ২৫টি বসতি অঞ্চলের প্রায় ২ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন এই কায়দায় সতর্কবার্তা পাঠিয়ে গাজা ও লেবাননসহ প্রতিবেশি দেশগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার একই পদ্ধতি ব্যবহার করছে হিজবুল্লাহ।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি।

হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

 

গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা।  গত সপ্তাহে উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েল জানিয়েছে গত ৪৮ ঘণ্টায় তাদের অন্তত ১০ সেনা নিহত হয়েছে।

বর্তমানে দক্ষিণ লেবাননে এবং এর আশেপাশে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর