আজকের সভায় গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা হবে।
বিসিবির আরো একটি বোর্ড মিটিং।
সময়: 6:47 am - October 7, 2024 | | পঠিত হয়েছে: 49 বার
আজ বিকেল ৩টায় মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যলয়ে বৈঠক ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। এটি চলতি পরিচালনা পর্ষদের ১৪তম সভা। গতবারের মতো এবারের বৈঠক নিয়েও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিবি। অনেকটা নীরবেই এই বৈঠকের আয়োজন চলছে।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির অনেক পরিচালক গা ঢাকা দিয়েছেন। ফলে স্ট্যান্ডিং কমিটির অনেক পদই ফাকা পড়ে আছে। সর্বশেষ সভায় ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন ফাহিমকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।এছাড়াও ক্রিকেট পরিচালনা বিভাগ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, টুর্নামেন্ট কমিটি, অর্থ বিভাগ, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ পদগুলো ফাকা আছে।
এজন্য বোর্ডের কাজের গতি কিছুটা কমে এসেছে। আজ আনুষ্ঠানিকভাবে না হলেও মৌখিকভাবে এই দায়িত্ব বণ্টন করা হবে সক্রিয় থাকা বোর্ড পরিচালকদের মধ্যে ।