জাতীয় সম্মেলন সফল করতে ৬টি উপ কমিটি গঠন গণফোরামের।

সময়: 5:51 am - October 7, 2024 | | পঠিত হয়েছে: 25 বার

আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে ৬টি উপ কমিটি ঘোষণা করা হয়। রোববার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে দলের সমন্বয় কমিটির সভায় এই কমিটি গঠন করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। গণফোরাম সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু। এছাড়া উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো. মিজানুর রহমান।
কমিটিগুলো হল- সাংগঠনিক উপ কমিটির আহ্বায়ক এডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক ও সদস্য সচিব রফিকুল ইসলাম পথিক। দপ্তর উপ কমিটির আহ্বায়ক শাহ্ নুরুজ্জামান ও সদস্য সচিব মুহাম্মদ রওশন ইয়াজদানী। প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপ কমিটির আহ্বায়ক মোশতাক আহমেদ ও সদস্য সচিব মুহাম্মদ উল্লাহ মধু। অর্থ উপ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের ও সদস্য সচিব অ্যাডভোকেট শরিফুল ইসলাম সজল। অভ্যর্থনা ও সাজসজ্জা উপ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও সদস্য সচিব আইয়ুব খান ফারুক। সেচ্ছাসেবক ও খাদ্য উপ কমিটির আহ্বায়ক আব্দুল হাসিব চৌধুরী ও সদস্য সচিব নাজমুল ইসলাম সাগর। উপ কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয় বলেও বিবৃতিতে জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর