আজ বাংলাদেশ-ভারত গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পিচ ও আবহাওয়া

সময়: 6:42 am - October 6, 2024 | | পঠিত হয়েছে: 70 বার

টেস্ট সিরিজে ভালো করার প্রত্যয় থাকলেও ভারতের কাছে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।আজ রবিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল।

এবার ‘অচেনা’ ভেন্যু মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম বা গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এ মাঠের। এই শহরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট হয়েছে ২০১০ সালে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে। প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।

আন্তর্জাতিক ম্যাচ এর আগে এই মাঠে না হওয়ায় এখানকার পিচ সম্পর্কে সেভাবে ধারণা মিলছে না। তবে ঘরের মাঠে ভারতের সাম্প্রতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোর দিকে তাকিয়ে এদিনও রানের পিচ হতে পারে মনে করা হচ্ছে। সবশেষ এক বছরে ভারতের মাঠগুলোয় গড়ে রান উঠেছে ১৯০। আট ম্যাচের মধ্যে চারটিতেই আগে ব্যাটিং করা দল ২০০–এর বেশি রান তুলেছে। সিন্দিয়া স্টেডিয়ামের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে। যেটি বাউন্স ও পেসারদের জন্য উপযোগী। একইসঙ্গে ব্যাটাররাও রান তোলার ক্ষেত্রে সুবিধা পান।

গোয়ালিয়রে আবহাওয়ার খবরে সুসংবাদ মিলেছে দুই দলের জন্যই। বৃষ্টির সম্ভাবনা (৪ শতাংশ) আদতে শঙ্কা জাগানোর মতো নয়। এ ছাড়া তাপমাত্রাও থাকবে অন্যদিনের তুলনায় কিছুটা কম। ২৪ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে ৮০ শতাংশের কম আদ্রতা থাকবে। ম্যাচ শুরুর সময়ে মধ্যপ্রদেশের শহরটিতে সন্ধ্যায় অন্যদিনের তুলনায় কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকবে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর