বিএনপি নেতা আমীর খসরুর মন্তব্য: দ্রুত নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে

সময়: 5:32 am - March 4, 2025 | | পঠিত হয়েছে: 49 বার

বিএনপি নেতা আমীর খসরুর মন্তব্য: দ্রুত নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে

বিশেষ প্রতিবেদক

ঢাকা, সোমবার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত বেশি সময় নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি জানান, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে দেশের শান্তিশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটবে।

আজ সোমবার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আমীর খসরু বলেন, “দেশের মানুষের স্বার্থে এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। একেকটি দিন গণতান্ত্রিক সরকার ছাড়া অতিবাহিত হওয়া মানে নতুন নতুন সমস্যার সৃষ্টি হওয়া। এর একমাত্র সমাধান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা।”তিনি আরও বলেন, “যে সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, রাজনৈতিকভাবে দায়বদ্ধ থাকে, সেই সরকারই প্রকৃত অর্থে দেশের বিভিন্ন সংকটের সমাধান করতে সক্ষম।”নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, “নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি। জুন মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। তবে এর জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। জনগণও সেটির অপেক্ষায় আছে।”এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কর আইনজীবী ফোরামের সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর